Duration 5:2

বাংলাদেশের,সব চাই তে বড়পাইকারি কাপড়ের হাট,শেখেরচর,বাবুরহাট,নরসিংদীSekhercor,Baburhat,Narsingdi

194 172 watched
0
2 K
Published 21 May 2019

বাংলা দেশের সব চাই তে বড় পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাট, এই হাটের দেশীয় কাপড় দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মেটাচ্ছে ,সপ্তাহের তিন দিন শুক্রবার থেকে রোববার পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত থাকে এই হাট, ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার শেখেরচরে অবস্থিত ঐতিহ্যবাহী এই বাবুরহাট। প্রসিদ্ধ এই হাটে প্রায় সব ধরনের কাপড়ই পাওয়া যায়। মাথার টুপি থেকে শুরু করে শাড়ি লুঙ্গি গামছা, পাঞ্জাবি থ্রি পিস শার্ট প্যান্ট, বিছানার চাদর,ও থান কাপড় সবই পাওয়া যায় এই হাটে, ঢাকা থেকে প্রায় (৪৫) কিলোমিটার উত্তর পূর্ব এবং নরসিংদী শহর থেকে (১২)কিলোমিটার দক্ষিণ / পশ্চিম দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষে ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন এলাকায় গড়ে ওঠে এই হাট। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় দেশের নানা প্রান্তের ক্রেতারা এই হাটে আসতে পারেন রাজশাহী,চুয়াডাঙ্গা, বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ভোলা, সিরাজগঞ্জ,মেহেরপুর, কুমিল্লা, ময়মনসিংহ- কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতারা এসে নিয়ে যান এখানকার এসব কাপড়, শেখেরচর বাবুরহাট,বণিক সমিতি সুত্রে,জানা গেছে,এই হাটে প্রতি,সপ্তাহে,-৬০০-কোটি থেকে -৭০০-কোটি টাকার কাপড় বেচাকেনা হয়, হাটের,দিন গুলোতে হাট এলাকা,সরগরম,হয়ে ওঠে,পণ্যবাহী শত শত ট্রাক ও বাস ভ্যান গাড়ির ভির জমে মহাসড়কে এই হাটের প্রতিস্তাঠার পেছনে রয়েছে এক টি ইতিহাস ব্রিটিশ শাসন আমলে জমিদার,আশুবাবু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাধব্দীতে একটি কাপড়ের বাজার প্রতিষ্ঠা করেন,বর্তমান নরসিংদী সদর উপজেলা মাধবদী, এ বাজারে তাঁতের কাপড়ের খাজনা বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের বিরোধ দেখা দেয়, এরপর ঘোষণা দেওয়া হয়, প্রতি সোমবার এখানে কাপড়ের হাট বসবে,কেনা-বেচার ওপর হাটে কোনো খাজনা দিতে হবে না, এ সময় বাজারের নামকরণ করেন শেখেরচর-বাবুরহাট,ওই বছরেই ১৭ জানুয়ারি বাবুরহাটে প্রথম কাপড়ের হাট বসে। অল্প সময়েই বাবুরহাট পাইকারি বড় বাজার হিসেবে দাড়িয়ে যায় সেই থেকেই এই হাট প্রসিদ্ধ হয়, বর্তমানে এই হাটে ১০ হাজারেরও বেশি দোকান রয়েছে। এখানে একসময় কেবল সোমবারই হাট বসত। এখন সপ্তাহে তিন দিন- শুক্র, শনি ও রোববার হাট বসে। অন্যান্য দিন বাজার খোলা থাকে,প্রতি হাটবারে (১০০) কোটিরও বেশি টাকার বেচাকেনা হয় বাংলাদেশের সব জেলায় এখান থেকে কাপড় যায়, নরসিংদীর এই এলাকা বহুকাল থেকে তাঁতবস্ত্রের জন্য প্রসিদ্ধ। একসময় এখানে মসলিন কাপড়ও তৈরি করা হতো। তৈরি হতো মসলিনের উপযুক্ত সুতা। কিন্তু ইংরেজদের আগমনের পর এ দেশে সুতা তৈরি প্রায় বন্ধ হয়ে যায়। তাঁতিরা কলের তৈরি সুতার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ইংরেজ আমলে বিলেত ও বোম্বে থেকে সুতা আমদানি হয়ে প্রথমে নারায়ণগঞ্জ ও পরে বাবুরহাটে আসত বাবুরহাটে আসা দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতারা জানান, ‘বাবুরহাটের অনেক ঐতিহ্য ও সুনাম রয়েছে। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কোনো টোল- খাজনা -দিতে হয় না- এ ছাড়া এখানে লাখ লাখ টাকা হাতে নিয়ে ঘুরলেও কোনো সমস্যা পরতে হয় না এ কারণে শত সমস্যা থাকা সত্ত্বেও আমরা এই হাটে আসি, Sekhercor,Baburhat,Link /watch/ovEmxNwrAfcrm Dream Holiday park Link, /watch/wPwZ7BXpk99pZ Balapur,jomidar,bari,Link, /watch/IrtqZRzqU5Cqq Lokkhon Shahar Bari , Link, /watch/4l5dymZzjPIzd Talsari,Ikopark,At,Kobo,Link, /watch/kJRyo9zZy3jZy Pakutia,jmidar,bari,Link, /watch/gDepf6FyNqkyp Ajb,guha,Ibrahim,pur,Link, /watch/AjWxrKrHvi1Hx Mujibnagar,Historicel,Link, /watch/0No22OqX_BCX2 Banglar,Tajmahal,Link, /watch/AlWi3bhvE6Qvi Banglar,Pyramid,Link, /watch/Utp3_Vp3U3D33

Category

Show more

Comments - 124