Duration 6:44

গর্ভাবস্থায় কি খাওয়া উচিত

3 255 watched
0
160
Published 12 Aug 2020

গর্ভাবস্থায় কি খাওয়া উচিত ? গর্ভবতী মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? একজন মায়ের গর্ভ অবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত খাবার তালিকা কেমন হওয়া উচিত এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গর্ভাবস্থায় একজন মায়ের পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। এই সময় মায়ের শরীরের পুষ্টির প্রয়োজন হয় অনেক বেশি। কিন্তু কোন খাবারটা খেলে উপযুক্ত পরিমাণে পুষ্টি পাওয়া যায় সেটা অনেকেই জানেন না। মায়ের শরীরে পুষ্টি সাধন হলেই তবে বাচ্চার শরীরে পুষ্টি যায়। সেই জন্য একজন মায়ের সুষম খাবার অর্থাৎ গর্ভাবস্থায় যে সমস্ত খাবারগুলো খাওয়া প্রয়োজন সেই খাবারগুলি সম্পর্কে জানা উচিত। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখুন গর্ভাবস্থায় একজন মা এবং শিশুর সুস্থ থাকার জন্য যে খাবার গুলো প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনি এভাবে চললে গর্ভকালীন সময়টা কে ভালো ভাবে অতিবাহিত করতে পারবেন। এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। #swasthyabidhitips #pregnancydiet #গর্ভবতীমায়েরখাদ্যতালিকা #foodforpregnancywomen #banglahealthtips #গর্ভকালীনমায়েরদৈনিকখাদ্যতালিকা #pregnancydiet #গর্ভকালীনখাওয়াদাওয়ার #dietforpregnantwomeno

Category

Show more

Comments - 13